কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় মাদক কারবারিদের ফেলে যাওয়া নয় কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে।
যা এ যাবৎকালে দেশের সবচেয়ে বড় আইসের চালান বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
লে. কর্নেল মেহেদী হোসাইন জানান, গতকাল রোববার রাতে উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় নামক স্থানে ক্রিস্টাল মেথের একটি চালান আসবে, এমন খবরে অভিযানে যান বিজিবির সদস্যরা। পরে তাদের অবস্থান টের পেয়ে মাদককারবারিরা গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি চালান। পরে গোলপাতার বাগানের ভেতর থেকে নয় কেজি ওজনের ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।
এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।